Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে

: | : ০২/১০/২০১৩

1

নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম

তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ

প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পবিত্র মনে হচ্ছে__

লিফ্ট থেকে বের হওয়া এক নির্জন মানবীর দৃশ্যের মতোন মনে হচ্ছে।

রাতের আঁধারে আলগোছে বস্ত্রাবরণ খুললে যে শাঁস বেরিয়ে আসে

তার উষ্ণতার মতোন মনে হচ্ছে আজকের সকাল__

কিংবা বুকের ঢাকি উল্টোলে বেরিয়ে আসে যে ফুটফুটে হাঁস

সে হাসের তৈ তৈ নিষ্পাপ শব্দের মতোন মনে হচ্ছে আজকের সকাল।

নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম

সেই অভ্যর্থনার মতোন বেশ আতিথেয়তার পরশ পাচ্ছি আজকের সকালে।

শীতের ভাঁপা পিঠার মতোন তোমার শরীর থেকে ক্রমাগত বেরুচ্ছে উষ্ণ ঘ্রাণ

আজকের এই অক্টোবরের সকালে আচমকা কেনো জানি জেগে উঠলো প্রাণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top