Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বিকেলের ঝিরঝিরে বৃষ্টিতে…..

: | : ০২/১০/২০১৩

এলোমেলো হাওয়া ছিল
সাথে ঝিরঝির বৃষ্টি
চুলগুলো উড়ছিল
লাগছিল বেশ মিষ্টি।

পাতাগুলি দুলছিল
তার সাথে মন
হিম হিম আবেশে
কাটছিল ক্ষন।

গাছের ডালে পাখি নাচছিল
নেড়ে তার পুচ্ছ
তদ্দন্ডে পাশে নাই তুমি
যেন দুনিয়াটাই তুচ্ছ।

বৃষ্টি পড়ে পাতা ভিজে
যেনো যৌবনে ভরা যুবতি
ছুঁয়ে ছুঁয়ে ভিজাই মন
তার হাতে, হাত রাখার আকুতি।

ঝিরঝির বৃষ্টি ঝরে
গায়ে ছিল জ্বর
ফুটা ফুটা বৃষ্টি মুখে
জ্বর দুরে গিয়া মর।

হুড ফেলে রিক্সায় চড়ে
বৃষ্টি গায়ে মাখি
গান ধরি প্রাণ খুলি
সময়টা দেয় নাই ফাঁকি।

বিকেলের ঝিরঝিরে বৃষ্টিতে
সময়টা কাটছিল বেশ
তা থৈ তা থৈ মন নাচে
শরীরে মেখে আছে তৃপ্তির রেশ।
https://lh5.googleusercontent.com/-FWAdJCt2AwA/UkvgwtgG58I/AAAAAAAAWxw/0sKq4IhPej0/w506-h281/tumblr_mh5qxpvBPt1qehmh1o1_500.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top