Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার ঐ দুটি চোখ

: | : ০২/১০/২০১৩

তোমার ঐ দুটি চোখ
বিধাতার লেখা এক কাব্য;
হাতছানি নয় ইশারায় ডাকে,
জাগিয়ে তোলে তারুণ্য।

নীল চোখে স্বপ্ন দেখাও-
নীলিমায় দিবানিশি;
দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়,
একে দিলে কোন ছবি !

চঞ্চল চোখে ওগো মায়াময়ী,
বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?;
ও চোখে কেনো দূর্বার নেশা-
জানে কি তোমার আমি?

~ নীলকন্ঠ জয়
০২/০৯/১৩ইং

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top