Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বধুর চোখে জল

: | : ০৩/১০/২০১৩

(আমার স্ত্রী গত এক মাসে যে sms গুলো পাঠিয়েছে তাতে মনে হল সেও কবি হয়ে উঠেছে,যা আগে টের পাই নি, তার কয়েকটি sms এক করে নাম দিলাম – “বধুর চোখে জল”। শুধু তারিখটা আমি সংযোজন করলাম)

(০১)
আমার জীবন হল
দুঃখ কষ্টের বিরাট কারখানা,
আমি সুখ যদি পাই একটুখানি
সেও দূর্ঘটনা।

সুখালয়,
০১/০৯/২০১৩

(০২)
নদীর কূল ভাঙ্গে কূল গড়ে
এইতো নদীর খেলা
মনের মানুষ ভুলে গেলে
যায় কি তারে ভোলা।

সুখালয়,
০২/০৯/২০১৩

(০৩)
তোমার মনের মাঝে জং
ধৈরাছে রে বন্ধু
ভুইলা গেছ আমারে,
তোমার জং পরা মন
রং করিয়া
বাসব ভাল তোমারে।

সুখালয়,
০৩/০৯/২০১৩

(০৪)
ভালবাসা দিয়ে মনে
কেড়ে নাও আবার,
কাছের মানুষ দূরে ঠেলে
দুঃখ দাও বার বার।
কষ্টে মোড়া ভাগ্য আমার
পোড়া এ কপাল,
যার কাছে ছুটে গেছি
সে হল আড়াল।
যার কারনে জ্বলে আগুন
বুকেরি ভেতর ,
ভুলে গেছে সেতো আমায়
রাখেনা খবর।

সুখালয়,
২৬/০৯/২০১৩

(০৫)
আপন হতে চেয়ে আমি
হয়েছি তো পর,
ভালবেসে পেলাম শুধু
নিষ্ঠুর এক সংসার।

সুখালয়,
২৬/০৯/২০১৩

(০৬)
আমার জন্য কেন তোমার
একটু মায়া হয়না,
তুমি না থাকলে আমি
যাব কার কাছে,
কেন এমন নিঠুর হলে,
কোনবা দোষে দোষী করলে,
কোন কারনে রইলা ভুলে,
বুঝবে আমি মরে গেলে,
ইচ্ছে করে দূরে থেকে
কত দুঃখ দিলে,
শুধু শুধু আমায় শুধু
ভুলই বুঝলে।

সুখালয়,
২৭/০৯/২০১৩

(০৭)
স্বামী হবে সেই রকম,
পরবে মনে যখন তখন,
সে হবে খুব আপন,
বুঝবে আমায় মনের মতন,
রাখব তাকে নিজের করে,
যাবে না সে আমায় ছেড়ে ।

সুখালয়,
৩০/০৯/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top