Today 04 Dec 2025
Top today
Welcome to cholontika

আমার অতীত ফেরত চাই

: | : ০৩/১০/২০১৩

আজ কাব্যে আমার মন নেই
আমার মন আজ অতীত ফেরত চায়
অতীতে ফেরার পথ-তো বন্ধু আমার জানা নেই
কি করে আমি অতীত ফেরত দেব?
কি করে আবার দিনাজপুরের লেবু বাগানে
বানামীনির সাথে ভালবাসা ভালবাসা খেলব?

কত আপন ছিলাম আমি আর বেনামীনি
মাঝখানে কতগুলো অতীত এসে ঢুকে গেল
আর আজ আমাদের দুজনার মাঝে
কতটা ব্যবধান এঁকে দিল
বদলে গেল বেনামীনি
বদলে গেলাম আমি
শুধু বদলায়নি স্মৃতি।

স্মৃতিরা কি কখনও বদলায় না?
হয়ত বদলায়
যদি অতীতকে ফিরে পাওয়া যায়।
অথচ অতীতে ফেরার পথ বড়ই অচেনা
আমরা ধাবমান শুধু ভবিষ্যতের দিকে
যে ভবিষ্যৎ একদিন প্রদীপের মতোই
ধপ করে নিভে যাবে
তারপর আলো-বিহীন এক শূন্যতা
আর সে শূন্যতার পরে আবার অতীত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top