Today 18 Jan 2026
Top today
Welcome to cholontika

বিশ্বাসের মূল্য

: | : ০৩/১০/২০১৩

বেদনার ভাষা কখনো ছিলনা আমার চোখে
ভীষণ দুঃখে কাঁদিনি কখনো
ছিল উজ্জ্বলতা আমার প্রাণমুখে
দুঃখ-যন্ত্রণা,বিরহ-বেদনা ছিল ক্ষণপ্রভা
সূর্যের  লুকোচুরি খেলার মতো
মনের ষ্কেল দিয়ে আমার হৃদয়বোধ
মাপতে পারিনি কখনো কেউ।
আমার হৃদয়কাননে ফুলের মাঝে
কখনো ছিলোনা মলিনতা
প্রেমের আবেঘ নিয়ে কখনো তাকাইনি
ওই দূর ডানা মেলা গাংচিলে।
অথচ! বিশ্বাস নামক একটি শব্দকে
প্রাধান্য দিতে গিয়ে
আজ আমি অযোগ্যতার কারাগারে বন্দী।
সেই থেকে অবিচ্ছেদ্দ বেদনার হিংস্র নখও
আনন্দ চঞ্চলতাকে স্তব্দ করল
মনের বটবৃক্ষে এখন শুকনো পাতার শব্দ
হৃদয় আকাশে বেদনার বিন্দু বিন্দু জলকণা
সবই কি তোমার জন্য না?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top