Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কাঁটা

: | : ০৪/১০/২০১৩

—————————————————————————–

 

 

সুন্দরী বটে !

রূপের কাঁটা

বিঁধে আছে গলায়

কই মাছের কাঁটার মত,

 

 

অকৃপণ ভাবে স্রস্টা নিজ হাতে 

রূপ দিয়েছিল দেহে

সম্ভাবত জন্মের পর মধু দেয়নি মুখে 

অভাবে কিংবা ভুলে;

 

 

কর্কশ ভাষীনি রূপসী আমার সংসারে

সংসার জ্বলছে রূপের আগুনে 

কথার কাঁটায় অন্তর বিদ্ধ হচ্ছে নিয়ত

পাড়া -পড়শীর সাথে ঝগড়া শেষ হয়ে গেছে 

সে অনেক আগে ,

কেউ আর ছায়া ও মাড়ায় না  তার 

এখন ঝগড়া করে -নিজের ছায়ার সাথে 

                             পানির সাথে

                             আগুনের সাথে

                             বাতাসের সাথে;

 

 

ঝগড়ার  সে যে শুরু প্রথম দিনে

শেষ যে কভে হবে জানি না

সংসার জ্বলছে রূপের আগুনে

আর আমি একাই ভস্ম হচ্ছি

দিনে রাতে

দুঃখের দহনে;

 

 

দুঃখের রজনী যে কভে শেষ হবে আমার…..

 

না পারি ফেলতে 

না পারি গিলতে 

এমন এক কাঁটা

রূপে আর বচনে।

 

 

 

 

 ————————————————————–

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top