বেদুইন মন
খুব ইচ্ছে করে
এই যান্ত্রিক সভ্যতার হাতকড়া খুলে
গৃহত্যাগী হয়ে যাই
কোন সুন্দরী রাতে খোলা মাঠে
কিংবা শান্ত নদীর ছোট্ট ডিঙিতে,
যেখানে জোনাক জ্বলে নক্ষত্রের রূপক হয়ে।
এই শহরে হরেক আলোর নিচে
আঁধার রাতের রূপ নেই।
এখানে আঁধার কুৎসিত কালো হয়ে জ্বলে।
খুব শুনতে ইচ্ছে করে
কোন স্তব্ধ বনানীতে ভর দুপুরে
গাছের শাখায়-পাতায় বাতাসের গান।
এই পিচ ঢালা পাথুরে পথ ছেড়ে
কোন ধূলিময় মেঠো পথে
জীবনানন্দের মত হাঁটার বড় সাধ।
এই আলোকিত নগরীর,
জৌলুস আছে, সৌন্দর্য নেই।
এখানে মোহমায়া আছে, প্রেম নেই।
এখানে লোকালয় জুড়ে
শুধু নারী আর পুরুষ
নেই মানুষ।
খুব ইচ্ছে করে
এই লোকালয় ছেড়ে দূরে গিয়ে
লালনে’র মত প্রেম খুঁজি মরমী গানের সুরে।
*** *** *** *** *** *** ***
আমার আধুনিক পোষাকের নিচে
আদিম রক্ত-মাংসের শরীর।
অন্দরে তার মন এক, ততোধিক প্রাচীন।
তোমাদের ভুলে যাওয়া শ্যাওলা ধরা পথে
প্রেম খুঁজি ঘুরে ঘুরে মুসাফির আমি,
খুব ইচ্ছে করে
হয়ে যাই বেদুইন কবি।