মা
কত সুন্দর এ পৃথিবী
কত সুন্দর তার সৃষ্টি ,
শত চাওয়া, শত আশায়
ফুটফুটে নিঃপাপে করে আনায়ন।
কত কষ্ট তার গর্ভ ধারণের
কত গুলো দিন কত গুলো মাস,
সুনামীর চেয়েও বেদনাদায়ক
একটি পলকেই কত আনন্দ তার।
এক এক করে কতগুলো দিন
কষ্ট করে দাড়াতে শেখায়,
মেরুদন্ড যখন শক্ত হয়
পেছন ফিরে তাকানো সময় হারিয়ে যায়।
মরণজ্বালা বোঝেনা কেউ মৃত্যুগামী ছাড়া
যেদিন তোমায় এনেছি ধরাতে,
কষ্ট হলেও সুখ পেয়েছি
তোমার মুখটি দেখে।
এতো কষ্ট করে মা তার সন্তানকে কখনও কষ্টে থাকুক এটা চায় না। কিন্তু আমরা কিছু হতভাগা দিব্বি তাদের ভুলে রঙ্গীন স্বপ্নে পড়ে আছি। আমাদের সবার ভাবা উচিত মায়ের পায়ের নিচে সন্তানের বেহশত। কয়দিন আর থাকব এ ধরণীতে সর্বোচ্চ ৬০ বছর, তাও বলতে পারি না। তাহলে কিভাবে তাদের এতো কষ্ট দেই ? আমরাও তো একদিন কোন মা- বা বাবা হবো সেদিনই বুঝবো পিতা-মাতা তার সন্তানদের কতটা ভালবাসে। যখন তাদের নিকট থেকে ব্যাথা পাব ঠিক তখনই মনে পড়বে, কিন্তু সময় হারিয়ে কি তা ফেরৎ পাওয়া যায়। তাই চলুন প্রতিটি মুহুর্ত আমরা মা-বাবাকে ভালবাসতে শিখি এবং যতদিন থাকব ততদিন তাদের কোন কষ্ট দেব না।