Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

থ্রিজির ট্যারিফের খবরে হতাশ গ্রাহকরা

: | : ০৪/১০/২০১৩

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা থ্রিজি লাইসেন্স পেয়েছে দেশের পাঁচ মোবাইল ফোন অপারেটর। দ্রুতগতির ইন্টারনেট আসবে হাতের মুঠোয়। এই স্বপ্ন দেখা মোবাইল ফোনের গ্রাহকরা হতাশ হয়েছে থ্রিজির ট্যারিফ দেখে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ বিটিআরসি বৃহস্পতিবার তিন বেসরকারি মোবাইল ফোনের অপারেটরের ট্যারিফ অনুমোদন করেছে। কোম্পানিগুলো এখনও এই প্যাকেজ ঘোষণা না করলেও এরই মধ্যে ফাঁস হয়ে গেছে এই ট্যারিফ। এতে দেখা যাচ্ছে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের চেয়ে অন্য তিন অপরেটরের ট্যারিফ কোনো কোনো ক্ষেত্রে দেড়গুণ।

গত এপ্রিলে টেলিটকের থ্রিজি সেবা চালু হওয়ায় এর ট্যারিফ সম্পর্কে গ্রাহকদের মোটামুটি একটি ধারণা আছে। টেলিটক বর্তমানে ৫১২ কিলোবাইট পার সেকেন্ড (কেবিপিএস)এক গিগাবাইট প্যাকেজ ডাটা বিক্রি করছে ৩০০ টাকায়। কিন্তু বৃহস্পতিবার বিটিআরসির অনুমোদিত তিন প্যাকেজের কোনোটিই ৩৫০ টাকার কম না।

অবশ্য অনুমোদন করা প্যাকেজই যে কোম্পানিগুলো অফার করবে তা নিশ্চিত নয়। কোম্পানিসূত্র জানিয়েছে, শিগগির থ্রিজির প্যাকেজ বাজারে ছাড়া হবে আর এ ক্ষেত্রে অনুমোদন করা প্যাকেজের চেয়ে এর দাম কম হতে পারে।

 

ভিন্ন অপারেটরের ভিন্ন প্যাকেজ

ইন্টারনেটের গতি ইন্টারনেটের গতি ও ডাটার পরিমাণের ভিত্তিতে (ভলিউম) প্রতিটি অপারেটরই আলাদা প্যাকেজ অনুমোদন করিয়ে নিয়েছে।

 

গ্রামীণ ফোন এক এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির এক গিগাবাইট ডাটার প্যাকেজ অনুমোদন করিয়েছে ৬০০ টাকা, যার মেয়াদ হবে ১৫ দিন। আর ৫১২ কেপিবিএসে ৩০ দিন মেয়াদে গ্রামীণ ফোনের প্যাকেজ অনুমোদন হয়েছে ৪৫০ টাকায়।  এ ছাড়াও ৫ দিন থেকে ৩০ দিনের মেয়াদে ৫০০ মেগাবাইট থেকে ছয় গিগাবাইট পর্যন্ত সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার চারশ টাকায় মোট ১৫ টি প্যাকেজ অনুমোদন নিয়েছে গ্রামীণ ফোন।

 

একই ভাবে ৫০ মেগাবাইট থেকে ১০.২৪ গিগাবাইট পর্যন্ত আটটি প্যাকেজ অনুমোদন করিয়েছে বাংলালিংক। সর্বনিম্ন  ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদে এসব প্যাকেজের জন্য গ্রাহকদের গুণতে হবে ৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। বাংলালিংকও এক গিগাবাইটের ৩০ দিন মেয়াদি  প্যাকেজের দাম ঠিক করেছে ৫০০ টাকা। অবশ্য এই প্যাকেজে ইন্টারনেটের গতি থাকবে বেশি, সেকেন্ডে এক দশমিক ২৪ মেগাবাইট।

 

আরেক অপারেটর রবি এক মেগাবাইট পার সেকেন্ডে ৩০ দিন মেয়াদে দেড় গিগাবাইট ডাটা বিক্রি করবে ৩৫০ টাকায়। ২০০ মেগাবাইট থেকে ৫.৫ গিগাবাইটের চারটি প্যাকেজ অনুমোদন করিয়েছে রবি। সাত দিন থেকে ৩০ দিন মেয়াদে এসব প্যাকেজের জন্য গুণতে হবে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ এক হাজার ১০০ টাকা।

 

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা-টুজির মতো থ্রিজিতে আনলিমিটেড কোনো প্যাকেজ অনুমোদন করায়নি কোনো মোবাইল ফোন অপারেটর।

 

এসব প্যাকেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  নাদিম বলেন, ‘ভেবেছিলাম থ্রিজির রেট অনেক কম হবে। কিন্তু ট্যারিফ দেখে হতাশ হতে হয়েছে।’

 

একই কথা বললেন এনজিও কর্মী আবির। তিনি বলেন, ‘এজ মডেম দিয়ে আমি যে পরিমান ডাটা ব্যবহার করতাম তার চেয়েও বেশি টাকা ব্যয় করতে হবে থ্রিজির জন্য।

কিন্তু থ্রিজিতে খরচ বেড়ে যাবে বলেই মনে হচ্ছে’।

 

৮ সেপ্টেম্বর তিন মোবাইল ফোন অপারেটর বাংলালিংক, এয়ারটেল এবং রবি বিটিআরসির কাছ থেকে ৫ মেগাহার্টস তরঙ্গ কিনেছে ৮১০ কোটি টাকা করে। টেলিটকও একই দামে একই পরিমাণ তরঙ্গ কিনছে। গ্রামীণ ফোন অবশ্য কিনেছে ১০ মেগাহার্টস তরঙ্গ।

 

এরই মধ্যে পরীক্ষামূলভাবে থ্রিজি সেবা চালু করেছে সব কটি কোম্পানি। ঢাকায় এবং চট্টগ্রামের একটি করে অঞ্চলে চালু হওয়া এই সেবা ধীরে ধীরে প্রথমে বিভাগীয় শহরে এবং পরে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে ২০১৪ সালের মধ্যে।

 

সূত্র – ঢাকাটাইমস

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top