Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিরহিনী

: | : ০৪/১০/২০১৩

বিধূ-বদনী বালিকা বধু
বেনারসী বসনে,
বাতায়নে বসি বিনিদ্র বিভাবরী
বিষন্ন বদনে।
বাহিরে বাতাবী বাগিচায়
বায়স-বায়সী,
বকিছে বিরামহীন ব্যথিত বুলি
বধুর বক্ষে বিঁধে বড়শী।
বিগত বছরের বাইশে বৈশাখ
বিকেল বেলায়,
বেদন-বর্শা বিঁধেছিল বুকেতে
বরের বিদায়।
বিধায়, বিবেকে বিভ্রম
বিভীষিকা, বিমূরতা,
বায়স-বায়সী বলিছে বুঝি
বিবাসী বরের বিপদ বারতা।
বিলেতে বিরহিনী বাকে
বেবাক বিভাবরী,
বেহাল, বিধূত বিপথী বায়ু
বাজাইছে বিধুর বাঁশরী।
বিস্মিত বুকের বিষুব-বৃত্তে
বিষিত বেদনে,
বিরাগে বহিছে ব্যথা-বারি
বধুর বিলোচনে।
বিজন বাসকে বধু বিথার বিছানায়
বালিশ বুকেতে বাঁধি,
বলিছে বিলাপে বাহু বিথারিয়া-
‘বিবাগিনী বেচারীর বরাতে বিষম
বিরহ-বারীশ বিরচি’লা বিধি !’

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top