সত্য তোমাকে স্বাগতম
দ্বার রুদ্দ করে ডাকি আমি সত্য রে
সত্য বলে তবে কোথা দিয়ে ঢুকি
সদা সত্য কথা বল
কভু মিথ্যে নাহি বল
আজ যদি কেউ বলে যে আমি সবসময় সত্যি বলি, জীবনে কখনো মিথ্যে বলিনি আমরা তার দিকে হেসে তাকিয়ে প্রশ্ন করব এটা কত নম্বর মিথ্যে বললেন? সত্যি তাই সত্য আমরা অনেক ভালবাসি, সত্যি কে মন, প্রাণ দিয়ে ডাকি যখন সামনে এসে দাড়ায় ,খুব সংখ্যক আমরা তা ফেস করতে পারি. কেননা সত্যের তেজ আর সোন্দর্য এর কাছে আমরা ম্রিয়মান হয়ে পড়ি আমাদের মলিনতা, মিথ্যে কে নিয়ে
সত্য তুমি এসেছিলে
হৃদয়ে শুভ্রতা নিয়ে
সৌন্দর্য নিয়ে
আমার দেহ মনে
ভিতরে, বাহিরে
জাগাতে আমাকে
শুনেছি দরজার কড়া নাড়া
কম্পনে নড়ে উঠেছে বিছানা
সে কি জোর ,
উঠে বসে বিছানায়
দিধাগ্রস্থ এ ভাবনায়
কিভাবে বলা যায়
স্বাগতম, স্বাগতম
সত্য তোমাকে স্বাগতম
তোমাকে স্বাগতম সত্য
সে তেজ আর সাহস
কোথা থেকে পাওয়া যায়
মনে করি শৈশব এর সেই মন
সেই পরিচ্ছন্ন পরিবেশ
যখন ছিল সত্য সত্য
মিথ্যে পাপ
আজ আমার মনে আসে
সেই শৈশব কড়া নাড়ে
জাগো, জাগো
ফিরে আসো
মনে কর পূর্ণ প্রথিস্তার
সত্য, সত্য এবং সত্যের