Top today
নারী
নারীর মাঝে দুঃখ নারীর মাঝেই সুখ
সব যাতনা হারিয়ে যায় হেরিলে তার মুখ
ওরা পাগল করে মন হতে প্রিয়জন
অনুরাগে সোহাগে পূর্ণ করে জীবন ।
ওরা বন্দি করে ভালবাসায়
কখনো সপ্ত নরকে ভাষায়
পারে হাসাতে কাঁদাতেও পারে
ঠাঁই দিয়েও রাখে হৃদয় পাজরে ।
ওরা রজনী গন্ধা সতরে দেখায় রুপ
সুবাসে মোহিত হয়ে মোরা দেই ডুব
ওরাই কিন্তু মরণের কারণ
কখনো দেখায় স্বর্গ ভুবন
থাকিলে প্রিয়ার প্রেম ভুলে যায় দুনিয়া
ভিন্ন জাহানে করে বাস তাহারে নিয়া ।