Top today
সাগর কন্যা
সাগর কূলে সাগর কন্যা
ঝিনুক কুড়ায় রোজ,
মুক্তোর কণা আছে নাকি
নেয় তার খোঁজ ।
মুক্তো দিয়ে মালা গাঁথে
ঝিনুকে বানায় পাখি,
প্রাণ নেই দেহ আছে
আছে দুটি আঁখি ।
সংসারে তাঁর বৃদ্ধ পিতা
মা বিছানায় ঘরে,
মনের ঘরে মায়ের চিন্তা
কখন যে যায় মরে ।