Top today
মেধাবী ছাত্র ত্বকীর জন্মদিনে ১০ লাইন
ত্বকী যে আজ কেমন আছে, কেউ জানে না কেউ
বাবা-মায়ের বুকেতে আজ, আকাশ সমান ঢেউ
ত্বকীর ছিলো অনেক মেধা, রেজাল্ট ছিলো ভালো
হয়তো ত্বকী অন্ধকারে, জ্বালতো সুখের আলো
হয়তো ত্বকী কবি কিম্বা হতো বিমান চালক
নয়তো হতো মেধার জোরে, বিস্ময়কর এক বালক
কিন্তু ত্বকী চলে গেলো, না ফেরার এক দেশে
বাবা-মায়ের অনেক আশা, হারিয়ে গেলো শেষে
আজকে তোমার জন্মদিনে, এই করেছি আশা
পরকালেও পাওগো যেন, আদর-ভালোবাসা