Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালোবাসা শুধু তুমি

: | : ০৫/১০/২০১৩

1

(১)

এ জীবনে শুধু তুমি

এ ভুবনে শুধু তুমি

এই অন্তরে শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

 

 

(২)

যৌবনে শুধু তুমি

বৃদ্ধাকালে শুধু তুমি

পরপারেও শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

 

 

(৩)

আশার আলোয় শুধু তুমি

নিরাশায়ও শুধু তুমি

কল্পনাতেও শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

 

 

(৪)

জোছনা রাতে শুধু তুমি

অমাবস্যায় শুধু তুমি

স্বত্ত্বা জুড়ে শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

 

 

(৫)

চোখের তারায় শুধু তুমি

মুখের কথায় শুধু তুমি

নিঃশ্বাসে শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

 

 

(৬)

অতীত স্মৃতি শুধু তুমি

ভাবি দিনেও শুধু তুমি

স্বপ্নালোকে শুধু তুমি

ভালোবাসা শুধু তুমি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top