“পরিচয়”
কি দিবো আমার পরিচয়?
কিছুই যে দিবার নয়।
কোন্ পরিচয় আমার যোগ্য অবয়?
যাহাই বলি তাহাই অপচয়।
আপনাতেই আপনার দ্বিধা-সংশয়।
তোমাদের তরে কি দিবো পরিচয়?
নেই কোনো যোগ্যতা কোনো ধারাতে।
আগাছার মত বাঁচি ধরাতে।
পারি না করিতে হালচাষ।
“কৃষক” পরিচয়ও আমার উচ্চ অভিলাষ।
মৎস্য ধরিয়া জীবনযাপন করে সে তো মৎস্যজীবী।
সাঁতার না শিখিয়া কেমোনে তাহাই বা করি দাবী?
যদি বলি সাহিত্য সমাজের হক্দার।
এতো হবে নালায়েক শিশুর একরোখা আবদার।
বুদ্ধিজীবী বা দার্শনিক নিজেকে কেমোনে বলি বল্?
শরমে মুখ ঢাকিতে খুঁজি যে আঁচল।
নই আমি নায়ক-নই তো আমি গায়ক।
নই তো কোনো পরিচয়ের ধারক।
এতোটুকু যোগ্যতাও নেই-হবো রিক্সা চালক।
প্যাডেল মারাতেও আমি অপরিপক্ব বালক।
আপন পরিচয় আপনাতেই আবছা।
নিজের কাছেই পষ্ট নয়;সবি ঝাপসা।
কোন্ পরিচয় আমার যোগ্যতার মাপ?
মিলে না কোনো পরিচয় খাপে খাপ।
কোন্ পরিচয় নিজের সাথে জুড়ি?
নিজেকেই নিজে খুঁজি ফিরি।