Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

লেখক সমীপে,

: | : ০৫/১০/২০১৩

জানি না এটা আমার অনধিকার চর্চা হয়ে যাচ্ছে কিনা, সবচেয়ে ভালো হতো যদি সম্পাদক সাহেব নিজে এ রকমের একটা পোস্ট দিতেন। যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম, ভুল হলে সকলের মার্জনা কামনা করে শুরু করছি। প্রায় শুরু থেকেই চলন্তিকার সাথে আছি বলে চলন্তিকার প্রতি এক ধরনের মায়া মমতা তৈরী হয়েছে এবং চলন্তিকার প্রতিটি পাঠক ও লেখককে নিজে পরিবারের সদস্যের মতো মনে হয় বলে এই লেখাটা পোস্ট করছি।

এটা অস্বীকার করার উপায় নেই যে চলন্তিকা কতৃপক্ষ দিনরাত পরিশ্রম ও নিত্য নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে চলন্তিকাকে ব্লগিং জগতে এক ভিন্নরূপে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। সম্পাদক সাহেবের নিরলস পরিশ্রম ও দক্ষ পদক্ষেপের জন্যে চলন্তিকা ইতোমধ্যে লেখক সমীপে ভালো পরিচিতও পেয়েছে । আমি চলন্তিকার পরিবারের সকলের দীর্ঘায়ু চলন্তিকার উ্ত্তর উত্তর সাফল্য কামনা করছি।

এবার মূল প্রসঙ্গে আসি, গত দুই মাস আগেও যখন চলন্তিকার রেজিস্টারকৃত লেখক সংখ্যা দুইশোর কম ছিলেন, ঠিক তখনো চলন্তিকার যে কোনো পোস্ট প্রায় চল্লিশবারের কম পঠিত হত না। এ ক্ষেত্রে আমার একটি পোস্ট যা একশত ঊত্রিশবার পঠিত হয়েছে। আর এখন চলন্তিকার রেজিস্টার্ড লেখকের সংখ্যা প্রায় তিনশত, অথচ এখন কোনো কোনো পোস্ট দশবারেরও কম পড়া হয়! এটা খুবই দুঃখজনক। তাহলে কী দাড়াল, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যের পোস্ট পড়া তো দূরের কথা নিজের মন্তব্যও বোধ হয় দেখেন না, এদের কাজ কেবল পোস্ট দিয়েই ডোব মারা ! আসলে এতে কি ভালো সাহিত্য চর্চা বা একজন লেখকের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে ? প্রশ্নটা সবার কাছেই রাখলাম।

ব্লগিং জগতটা আসলেই অন্য রকম। কোনো বিখ্যাত বা প্রখ্যাত লেখক কখনো ব্লগে লেখালেখি করেন না। ব্লগে যারা লেখালেখি করেন তাদের অধিকাংশই নতুন। যে কোনো লেখায় একটি গঠনমূলক মন্তব্য লেখকের পরবর্তী লেখায় বিরাট প্রভাব ফেলে। লেখকের লেখা যত বেশি পঠিত হবে লেখক তত বেশি উত্সাহ অনুপ্রেরণা পাবেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যেহেতু ব্লগিং করছি, তাই চেষ্টা করবো সবার লেখা পড়তে এবং মন্তব্য করতে। আমি অনেক গুনীজন ও সাহত্যে পুরোধাগণের মুখে শুনেছি, একজন লেখকের পড়ার কোনো বিকল্প নেই। যে লেখক যত বেশি পড়বেন, তার লেখা পরিধি তত বেশি বিস্তৃত হবে। অতএব আসুন সবাই সবার লেখা পড়ি এবং লেখার মান ও ভালো মন্দ নিয়ে আলোচনা ও সমালোচনা করে ব্লগকে আরো অনবেক বেশি প্রাণবন্ত করে তুলি।

সর্বোপরি, গত দুইদিন আগে আনোয়ার সাহেবের ইমেল পেয়েছি। গত দুইমাস পেশাগত কাজে অবর্ণীয় ব্যস্ত থাকায় ব্লগে তেমন একটা সময় দিতে পারি নি। তারপরেও যথা সম্ভব চেষ্টা করেছি ব্লগে ঢুকার। অন্যান্য ব্লগে কিছু রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী লেখাও লেখেছি। কিন্তু সাহিত্য সময় সাপেক্ষ ব্যাপার। সেইজন্যে চলন্তিকায় সবার লেখা পড়া হয় নি, কারো কারোটা পড়া হলেও মন্তব্য করতে পারি নি। এখনো ব্যস্ততা মোটামোটি কা্টিয়ে ওঠার চেষ্টা করছি, আশা করি এরপর থেকে ব্লগে বেশি বেশি সময় দিতে পারবো। সবার লেখা পড়ার চেষ্টা করবো। লেখা ভালো লাগলে মন্তব্য করবো, না লাগলে করবো না। আর প্রথম পেইজটা আরেকটু বড় করা যায় কিনা, এই ব্যাপারে সম্পাদক সাহেবকে ভেবে দেখার অনুরোধ করছি, কারণ দিন দিন লেখকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পোস্টের সংখ্যা যে হারে বাড়ছে সেই তুলনায় প্রথম পেইজে জায়গা কম মনে হচ্ছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ইতি টানছি। সবাই সাহিত্যের সাথে থাকুন, চলন্তিকার সাথে থাকুন। ধন্যবাদ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top