Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা১৪

: | : ০৬/১০/২০১৩

রক্তগ্রুপ–

* যাদের রক্ত গরম তাদের রক্তের গ্রুপ অবশ্য ‘ও’ প্রজেটিভ?

* ‘ও’ প্রজেটিভ রক্তের লোকেরা যতই গরম, মনের দিক দিয়ে ততই নরম?

* ‘ও’ প্রজেটিভ রক্তের মানুষেরা সব সময় হৃদয়বান হয়?

* ‘ও’ প্রজেটিভ রক্তের মানুষেরা মুখ দিয়ে সবকিছু বলতে পারে কিন্তু অন্তর দিয়ে কখনো কারও অনিষ্ট করতে পারে না।

* ‘ও’ প্রজেটিভ রক্তের মানুষদেরকে দেখেছি, তারা খুব চঞ্চলস্বভাবের হয়; অনেকটা উগ্রমেজাজিও বলা যায় কিন্তু মনের দিক থেকে দেখেছি, তারা অত্যন্ত সরলপ্রকৃতির মানুষ–অচিরেই সবকিছু ভুলে যায়।

* আমি এমনিতে একটু লাজুকস্বভাবের–নম্রতার গণ্ডিতে থাকতে সব সময় ভালবাসি। তবে আমার মেজাজটা কেন জানি বদহজমের–ধৈর্য ধরতে যা পারি কিন্তু সহ্য করতে একবিন্দু পারি না। টেরা কোনো অযৌক্তিক কথা শুনলে বা কোনো অন্যায় দেখলে রক্তটা হুট করে গরম হয়ে যায়, আমার রক্তকণিকাটা এমন কেন বুঝি না। অনেক কিছুতে স্বার্থ ত্যাগ দিতে পারি কিন্তু কিছুতেই আঁতাত করতে পারি না। তাই বুঝেছি, জীবনের অনেক কিছুতে আমি পিছিয়ে। রাগটা দমন হলে বুঝি, নিজের সর্বনাশের একটুও অবশিষ্ট রইল না। আমার এমন উগ্রমেজাজের কারণে কোথাও আমি সার্থক হতে পারলাম না। সুখ যেখানে স্বার্থপরের কথা বলে সেখানে আমি দুখকে আপন করে নিই। তাই মনে করি ‘ও’ প্রজেটিভ রক্তের গ্রুপ হলে প্রুফ দেখাও ভুল।

 

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top