Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বউ কথা কও পাখির ডাকে কয়না কথা বউ

: | : ০৬/১০/২০১৩

মেয়েরা এ মেসেজ তোমাদের জন্যনা, এ মেসেজ তোমাদের স্বামী, হবু স্বামী, বয় ফ্রেন্ড এর জন্য যাদের নিস্পৃহ, নির্জীব বাবহার দেখে মাজে মাজে মেয়েরা মনক্ষুন্ন হও আর আল্লাহ এর কাছে বল দুঃখ করে আমার স্বামী এত কম রোমান্টিক কেন? সেই সব কম রোমান্টিক স্বামী, প্রেমিক তাদের জন্য. আমি পারসন হিসাবে অনেক রোমান্টিক মনের .তো আজকে আমার বোনদের দুঃখ দেখে আমি একটা স্টেপ নিতে বাধ্য হলাম আল্লাহ এর কাছে বলতেছি পৃথিবীর সব ছেলেদের extra curriculur একটিভিটিস এর মধ্যে তারা যেন romance আর প্যাশন এর adopt করে আমি আমার কাছে থেকে সব রোমান্টিকতা ফু দিয়ে পৃথিবীর সব কম রোমান্টিক ছেলেদের দিকে ছড়িয়ে দিলাম..যাতে আমার বোন্ গুলি সুখী হয়

দোল দোল দোলন ই
রাঙ্গা মাথার চিরুনি
এনে দিব হাট থেকে
মান তুমি কোরনা

নুতুন নুতুন খোপাটি
তুলে এনে দোপাটি
এনে দিব রেশমি শাড়ি
মান তুমি কোরনা

চেয়ে দেখো ডালিম গাছে
ওই জমেছে মৌ
বউ কথা কও পাখির ডাকে
কয়না কথা বউ
একটু খানি হাসনা
কাছে এসে বসনা
এনে দিব রেশমি ফিতা
মান তুমি কোরনা
(একটা মজার গান সম্ববত রথীন্দ্রনাথ রায় এর? নাকি মরহুম আব্বাস উদ্দিন এর)

প্রেমিকা বা স্ত্রী র কি মন খারাপ ? এখনি চলে যাও শপিং মল এ
কিনে আন তার পছন্দ মত যে কোনো কিছু তার সাথে (I love u ) কার্ড
সহ ঘরে ফিরে বাকবাকুম করে তার কানের কাছে মিষ্টি অথবা কর্কশ স্বরে(মেসেজ টা গুরুত্বপূর্ণ স্বর টা না ) এ গানটি গাইতে থাক ..শেষের লাইন গুলি প্রেমিকা একসাথে গাইবে দেখো.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top