কিছু একটা চাই………!!!!!
এই মুহুর্তে কিছু একটা চাই!
কিন্তু কি চাই?
একটা ম্যাসেজ! মুঠোফোনে,
মধুর সেই বার্তায় মাধুরী মিশিয়ে
রংধনু রং কিবোর্ড দিয়ে,
কে যেনো ভুলেই করল সেন্ড
হায়! একি! এত্ত ভালবাসা মিশানো!
নীল নীল অক্ষর
ভাললাগা সুরের অনুরণন শব্দে শব্দে
লাইনে লাইনে উড়ন্ত স্পর্শ যেনো!
ভালবাসার এত আকুতি, বিনয়,
অনুভুতিকে নাড়া দিয়ে যায়,
এত্ত গুলা ভালবাসা আসে কোত্থেকে?
স্বর্গ থেকে?
হ্যাঁ, এমন একটি বার্তা চাই
রং নাম্বারে সেন্ড, তাও যেন পাই,
অথবা,
আমার দিকে বাড়িয়ে দেয়া একটা হাত চাই!
ভরসায় মাখা সেই হাত ছুঁতে আমি উদগ্রীব
ইশারায় ডাকছে যেনো বার বার
যার স্পর্শে আমি ফিরে পাব আমার বাঁচার অর্থ,
ভরসায়, আশায় পাশে থাকবে সকল দুখে,
চাই তো! এমনই একটি ভরসার হাত,
যে শক্তি হয়ে হাঁটবে পাশাপাশি আমা সাথ।
অথবা,
একটি কালো গোলাপ চাই!
আমাকে অবাক করে দিয়ে কেউ বলবে
এই নাও! সবচেয়ে দামী ফুল,
শুধু তোমার জন্য;
প্রফুল্ল চিত্তে মাতাল হব তার ঘ্রানে,
খুশিতে টগবগ আমি গাইব আনমনে,
হৃদয় আমার নাচেরে আজিকে….. না….চে……,
শুধু একটা কালো গোলাপ চাই এই মুহুর্তে!
হ্যাঁ, আমি ঐশ্বর্য্য চাইনে অঢেল
গোলাপের ঘ্রাণের মাদকতায় দুলবে মন,
সময়টা হবে ফুলেল।
বা,
একটা নীল টিপ!
নীলাভ আলোর ঘরটাতে কেউ একজন!
কপালে আমার সেঁটিয়ে দিল নীল একটা টিপ,
নীল ভালবাসার হাতছানিতে,
আমি হই নীলে নীলিন,
আমি চাই এখনি একটা নীল টিপ
মনের গহীনে জ্বলবে, হয়ে নীল দীপ।
অথবা,
একটা পিংক প্রজাপতি লাগবে এই সময়!
উচ্ছল প্রজাপতি;
নীল আলোয় উড়বে পত পত করে
উড়ব আমিও সাথে তার,
উড়ে উড়ে যাব তার বাগিচায়
গোলাপী ভালবাসায় তারে করব সিক্ত;
ধরতে এলে দিবো উড়াল দুইজনে অজানায়,
চাই এখন একটা গোলাপী প্রজাপতি
যার সাথে হবে ভাব, বন্ধুত্বতার পূর্ণ পরিতৃপ্তি।
চাওয়াগুলো কি হয়ে গেলো বেশি?
মূল্যহীন কিছুর বিনিময়ে চাই একটু হাসি।