Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চলে গেছ আমায় ফেলে

: | : ০৬/১০/২০১৩

ওগো তুমি কোথায় যাও আমায় ফেলে,
তুমি আমায় নিয়ে যাও ডানা মেলে।
সেথায় খুশী যাও, চলে যাও,
যারে খুশী প্রেম তারে দাও,
শুধু একটি কথা শুনে যাও।
এ কেমন খেলা খেলে
মাফুজের হাতটি ধরে,
চলে গেছ আমায় ফেলে
দুরে বহু দুরে।
আমি এখন হয়েছি একা
আশা রাখি পরজনমে হবে দেখা।

__________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top