আমার চাওয়া
আমি চাই কেহ্ নিশি জেগে থাক
সদা আমার প্রতিক্ষায়
আমার পথ পানে হয়ে তীর্থের কাক
তন্দ্রাহীন দুটি আঁখির পাতায় ।
খাদ্যের থালা সম্মুখে রাখিয়া
বসিয়া রহিবে আমার লাগি
ক্ষণিকের তরে,নহে যুগ ধরিয়া
রাগ ভুলিয়া হইবে অনুরাগী ।
আমাকে বাসিতে ভাল করিবনা বাধ্য
ঘৃণা করিতেও নহে বারণ
পরাধীনতা হৃদয় করে দগ্ধ
তার চেয়ে উত্তম হইল মরণ ।
ঘৃণা-প্রীতি স্বাধীনহীনতা অসীম জ্বালাময়
শ্রেষ্ঠ অপরাধে অবোরুদ্ধ কয়েদি মনে হয়
এমন অপরাধী কভু হইব না
অন্যকে করিবার উঠেনা তো প্রশ্ন
আসুক যতই বিরহ যাতনা
বরণ করিয়া হইব ধন্য ।
আমি প্রত্যাশা করিনা তাহার
চিত্ত ভুলানো ছলনাময়ী বাণী
টুকরো টুকরো যেন না করে আমার
কটু বচনে নির্মল হৃদয়খানি ।
যদিও বিশ্ব সুন্দরী হয়
সুখী হইব না পরমাণুময়
প্রেমাঞ্চলে রাখিলেও সারাক্ষণ
বিন্দুমাত্র হইব না তুষ্ট
মনে করিলে সংশয় সৃজন
এ জীবন হইবে নষ্ট ।
পরম সুন্দরীর আমি নহে কাতর
চাই সুচি মনের রমনী
ক্ষিপ্ত মনে আঁখি করিলে ডাগর
বিষন্ন লাগবে এই ধরণী ।
তাহার কন্ঠে চাইনা শুনিতে
রসালো গল্প সুরেলা গান
সকাল সাঁঝে কুরান তিলায়াতে
খুশি করিবে মন প্রাণ ।
আনন্দ উল্লাসে হইব আটখানা
বারণ করিলে খাইতে সুদ
গভীর নিশিতে ঘুমাইতে দিবেনা
পড়িতে কহিবে তাহাজ্জুদ ।
সেই সঙ্গিনী আমি চাই
যে স্বর্গের পথ দেখাবে
রুপবতীর দরকার নাই
যে জাহান্নামে টেনে নিবে ।
দু’দন্ডের রুপের তরে
সইতে পারিবনা কঠিন আযাব
দিশেহারা হইব কবরে
দিতে পারিব না প্রশ্নের জবাব ।
আমি চাই একটি মেয়ে
যার নেই হিংসা অহমিকা
ঝড়বেনা অশ্রু আঁখি বেয়ে
কষ্টেও বদনে থাকিবে হাসির রেখা ।
আমি চাইনা চালাক চতুর
যে আমায় দিয়ে ফাঁকি
আমার বক্ষের খরা দুপুর
হইবে অন্য মনের পাখি ।
উচ্চ শিক্ষিত নাই প্রয়োজন
ছেলে বন্ধু যার শত শত
তার মিনি স্কার্ট হইবে বসন
এই হৃদয় করিবে ক্ষত-বিক্ষত ।
ধর্মভীরু এক নারী খুঁজি তাই
সুন্দরী নহে,পর্দাশীল চাই ।