Top today
খুবই সুন্দর একটি উত্তর !
মেয়েঃ তুমি কি আমাকে তোমার পরিবার থেকে বেশি ভালবাস?
ছেলেঃ না
…
মেয়েঃ কেন!
ছেলেঃ যখন আমি হাটা শুরু করি পড়ে যাই তখন কেউ ছিলোনা আমাকে ওঠানোর জন্য!! কিন্তু আমার মা ছিল! আমি যখন ঘরের বাইরে যেতাম তখন যার হাতে পরম নির্ভরতা খুঁজে পেতাম সে আর কেউ না আমার বাবা!
আমি যখন কাদতাম তখন তুমি আমাকে খেলনা এগিয়ে দাও নি!!
আমার ভাই বোন দিয়েছিলো!!
আমার পরিবার আমার কাছে সবচে মূল্যবান এই পৃথিবীর সব কিছুর চেয়েও!!