Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ১১

: | : ০৬/১০/২০১৩

______________________________________

 

গুণের সহিত রূপা বিবির 

হয় না সহজ দেখা

একবার যদি হয় গো দেখা

সোনায় সোহাগা;

 

 

রূপা বিবির রূপে গুণে

সোনার সংসার আলো

তাহার আলোয় দূর হয় গো

সকল মনের কালো। 

 

______________________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top