Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা১৫

: | : ০৭/১০/২০১৩

চর্চা–

* সাধনা করলে জানি ঈশ্বরকেও পাওয়া যায় তবে চর্চার মাধ্যমে অনেক কিছু রপ্ত হয়। জ্ঞান অন্বেষণের একমাত্র মাধ্যম চর্চা। চর্চা করলে কেউ হাওয়াতেও হাঁটতে পারে। আমি যতই চর্চা করছি ততই দক্ষ হচ্ছি, যতই দক্ষ হচ্ছি ততই আমার মানসীর উন্নতি হচ্ছে।

* দুনিয়াতে সবকিছু রপ্ত করা যায় কিন্তু অদৃষ্টে সবকিছু মিলে না। আলোতে ত সবাই বাস করে কিন্তু আলোকিত খুব কম লোকই হয়। ভাল ত অনেকেই লিখে তবে সকলে খুশনসিব হয় না। আমি ত অনেক কথা লিখি তবে এটা সত্য, ভাল লিখতে মোটেও পারি না। ছোটবেলা থেকে বদনসিবি আমার পিছু ছাড়ে নি! যেখানেই পা রেখেছি সেখানেই শূন্য ছাড়া কিছুই মিলে নি। এসব অযোগ্য লিখার কারণে হাসিঠাট্টা-পরিহাসের পাত্রও হতে হয়েছে অনেক। তবু কী ভূতে যে পাইল আমায় জানি না, শুধু কিছু-না-কিছু লিখতেই মন চায়। রাত জেগে রাতের কাছে জিজ্ঞাসা করি : এসব ত আমার পাগলামি–পণ্ডশ্রম? রাত হেসে কয়, আমিও ত আজ পাগলের হাতে বন্দি; তুমি ত কেবল করছ পাগলামি। বন্দনার রুদ্ধঘরে বসি দিনের কাছের প্রশ্ন করি–দিন কয়, নিজের কাছে নিজেই ত পরিহাসের পাত্র আমি, তুমি ত শুধু করছ বোকামি। যা লিখি–লিখাগুলো গোছানো পরিপাটি হয় না বটে তবে বুক ছিঁড়ে দেখলে দেখা যাবে আমারই দরদের প্রতিচ্ছবি। আমি যতই বুঝি কিন্তু মন বুঝে না মনের ভেদ। অতএব মন আমার কিন্তু মনের মালিক আমি নই। বাধা যতই পড়ে ততই সে অবাধ্য…

 

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top