Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সম্পাদক বরাবর খোলা চিঠি

: | : ০৭/১০/২০১৩

প্রিয় সম্পাদক আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। আমিও আপনার দোয়াই ভাল আছি। পরসংবাদ- চলন্তিকার যাত্রা শুরু থেকেই আমি এর সাখে জড়িত আছি। তাই সময়ে অসময়ে বিভিন্ন সময়ে সম্পাদক সমীপে মতামত জানিয়ে আপনাকে বিরক্ত করছি। জানি না এটা আমার অনধিকার চর্চা কিনা। দীর্ঘদিন যাবত চলন্তিকার সাথে আছি বলে চলন্তিকার প্রতি একটু বেশী মায়া বেড়ে গেছে। এর সকল পাঠক, কলা-কৌশলী সকলেই আমার নিকট পরিবারের সদস্য বলে মনে হয়। আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে সম্পাদক সাহেবের দক্ষ সম্পাদনায় ও নজরদারীতে দিন রাত দীর্ঘ সময় পরিশ্রমের ফলে নিত্য নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে চলন্তিকার মান উত্তোত্তর বৃদ্ধি পাচ্ছে। এত অল্প সময়ে সম্পূর্ণ রাজনীতি মুক্ত সাহিত্যনির্ভর ব্লগ এত জনপ্রিয়তা পেয়েছে বলে আমার জানা নেই। চলন্তিকা পরিবারের সদস্য হিসেবে সম্পাদক বরাবর চলন্তিকার মানোন্নয়নে তিনটি বিষয় চলন্তিকায় সংযোজন করার জন্য বিনীত অনুরোধ করছি। বিষয় তিনটি হলো-

১. চলন্তিকা একটি বাংলা সাহিত্য উম্মুক্ত প্লাটফর্ম। এখানে বাংলা সাহিত্য চর্চা হয়ে থাকে। তাই আমরা সব কিছুতেই বাংলা চর্চা করতে চাই। সরাসরি চলন্তিকায় পোস্ট ও মন্তব্য ‍যাতে বাংলায় করতে পারি যে ব্যবস্থা করবেন। যারা আমরা অভ্র বা বিজয় ৫২ ব্যবহার করি না তারা কিন্তু চলন্তিকায় সরাসরি বাংলা লেখতে পারি না। তাদেরকে কনভার্টারের সাহায্য নিতে হয়। এতে করে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেক কনভার্টার আছে কনভার্ট করার পরও বিভিন্ন লেখা ভেঙ্গে যায়। যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করে দেখছি অনেক প্রদায়ক কপি করে একই মন্তব্য বার বার করছেন। ফ্রন্ট ভাঙ্গার ফেলে অনেক বানানও ভুল হচ্ছে। মন্তব্যেরে উপরে মাসের নাম, এএম, পিএম ও মন্তব্যের নিচে রিপ্লাই বাংলায় থাকলে চলন্তিকা আরো সুন্দর হতো। ইমু ও ছবি সংযোজনের ব্যবস্থা থাকলে মন্তব্যগুলো আরো আকর্ষণীয় মনোমুগ্ধকর হবে বলে আমার মনে হয়। এতে করে একই মন্তব্য বার বার হওয়ার সম্ভবনা কমে যাবে।

২. দিন দিন চলন্তিকার লেখক সংখ্যা বাড়ছে কিন্তু অনেক ব্লগার আছে নিয়মিত চলন্তিকায় লেখেন না। তখন হঠাৎ করে চলন্তিকায় প্রবেশ করলে তাদের নাম আর খোঁজে পাওয়া যায় না। পুরানো কোন লেখককে খুঁজতে হলে পৃষ্ঠা নম্বর ১…৩,৪,৫ দিয়ে খুঁজতে হয়। যা সময় সাপেক্ষ ও ঝামেলার ব্যাপার। তাই পুরানো লেখককে খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনের ব্যবস্থা করলে চলন্তিকার মান আরো বৃদ্ধি পাবে।

৩. নিজের লেখায় মন্তব্য সংশোধন করা সুযোগ পাচ্ছি কিন্তু অন্যের লেখায় মন্তব্য সংশোধন করার কোন সুযোগ পাচ্ছি না। এতে করে অনেক সময় নিজের অজান্তে ভুল বানান বা অপ্রীতিকর কথা পোস্ট হয়ে যায়। যা অত্যান্ত লজ্জার ব্যাপার। যা দৃষ্টিকটুও দেখায়। তাই এ সমস্যা সমাধানে সকল লেখায় মন্তব্য সংশোধনের সু-ব্যবস্থা করলে আমি করি মনে ভাল হবে।

আশা করি মাননীয় সম্পাদক সাহেব উপরোক্ত দুটো বিষয় ভেবে দেখবেন। পরিশেষে সম্পাদক, চলন্তিকার কলা-কৌশলী ও লেখক পাঠকদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন। শুভ হোক আপনার ব্লগিং।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top