Top today
মাছরাঙা
নীলপালকের মাছরাঙাটার
লালঠোঁটে কি ধার !
ঝুপ্ করে সে নেমে পড়ে
টুপ্ করে সে উঠে পড়ে
ঠোঁটের ফাঁকে পুঁচকে পুঁটির
বুকফাটা চিৎকার !
নীলপালকের মাছরাঙাটার
লালঠোঁটে কি ধার !
ঝুপ্ করে সে নেমে পড়ে
টুপ্ করে সে উঠে পড়ে
ঠোঁটের ফাঁকে পুঁচকে পুঁটির
বুকফাটা চিৎকার !