Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সব কথার শেষ কথা রাখ স্বাধীনতা সব কথার শেষ কথা দেশকে ভালবাসা।

: | : ০৮/১০/২০১৩

সব কথার শেষ কথা রাখ স্বাধীনতা
সব কথার শেষ কথা দেশকে ভালবাসা।

দেশের স্বাধীনতা রক্ষায় কি করণীয় 
 
বা  দেশের প্রতি ভাল বাসা প্রকাশে কি করণীয় 

কালকে থেকে ভাবছিলাম কি লিখা যায় এ নিয়ে
কিভাবে বা কি করলে আমাদের স্বাধীনতা কে আরো মহিয়ান করা যায় ??

বা কি করলে দেশের প্রতি অনেক বেশি ভালবাসা প্রকাশ করা যায়?

মূলত আমি লিখালিখি শুরু করেছিলাম একটা অপরাধ বোধ থেকে একজন সচেতন নাগরিক বা শিক্ষিত নাগরিক  হিসাবে মনে করি আমার অবশ্যই কিছুটা দায়বদ্বতা আছে দেশের জন্য । কিন্তু সোর্স টা খুঁজে পাচ্ছিলমনা অমি কি ভাবে আমার ভূ মিকা পালন করতে পারি । আমি আমার এই স্টেজ থেকে একজন নারী সর্বোপরি একজন গৃহিনী বা মা হিসাবে এই দেশের জন্য কি করণীয় ? আমার কি সুধু এই করণীয় আমার মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা ।

তার বিবেক মনুষত্যবোধ জাগ্রত করা

দেশপ্রেম তৈরি করা।

দেশের প্রতি ভালবাসা প্রকাশ করতে গেলে আমি যেটা কে বেশি মনে করি এই দেশের মানুষগুলোকে ভালবাসা। আমার যতুটুকু সামর্থ্যে যেভাবে পারি বা যেভাবে করতে পারি
সবাই সবার জায়গা থেকে সামান্য কিছু করলে হবে পুরা নিবেদন যে করতে হবে তাও নয়। নুতুন ইমিগ্রান্ট হয়ে যারা আসে এখানে তাদের কউন্সিলিং করা ,কোথায় কোনো জব এর ইনফরমেশন থাকলে তা জানানো। নুতুন ইমিগ্রান্ট রা বা যারা যেখানে রিফুজি বা ওয়ার্ক পার্মিট নিয়ে আসে তাদের জীবন টা এখানে অনেক কষ্টের। আমার চোখের সামনে প্রতিদিন এরকম কিছু মানুষকে আমি দেখি। যারা ওয়ার্ক পার্মিট নিয়ে কানাডায় আসার তাদের বাড়ি ব্যাঙ্ক এ রেখে যত ব্যান্ক ব্যালান্স শেষ করে এই দেশে এসেছে কোন সুখের আশায় জানিনা এই অঘোষিত কমুনিজিম দেশে।

এখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত হাড়ভাঙ্গা কাজের পর ও দেখা যাবে ব্যান্ক স্টেটমেন্ট  জিরো। কানাডা র ইকোনমিক স্ট্রাক্চার এইভাবে তৈরি। এখানে কোনো ধনী নাই গরিব নাই। সবাই আমরা সুধু বেছে আছি সারভাইভ করছি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top