Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

এই চিত্ত কাননে

: | : ০৮/১০/২০১৩

এই চিত্ত কাননে
ফুটিল কুসুম , ফুটিল
বড় নিবীড় গোপনে
ভ্রমর তো না দেখিল ।

ফুল আমার এই মন ফুল
একায় একায় সেথায়
পায় না সুখের কূল

কত হেলায় হেলায়
বেলা চলে যায়
বৃন্তেই যে শুকিয়ে গেল
কারো নজর না পড়িল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top