Top today
বিশুদ্ধ সময়
একটু বিশুদ্ধ সময়ের খোঁজে
হেঁটে যাই পথে
পথ থেকে পথে
স্মৃতির ছেড়া টুকরো কুড়াই
কুড়িয়ে বেড়াই
পাওয়ার হিসাব মেলেনা
নির্ভেজাল সময়কে
ধরতে যাই
খুঁজে পাই বহুদূরে
শৈশবের স্মৃতির আড়ালে
যেখানে এখনো
রুপকথা খেলা করে ।
একটু বিশুদ্ধ সময়ের খোঁজে
হেঁটে যাই পথে
পথ থেকে পথে
স্মৃতির ছেড়া টুকরো কুড়াই
কুড়িয়ে বেড়াই
পাওয়ার হিসাব মেলেনা
নির্ভেজাল সময়কে
ধরতে যাই
খুঁজে পাই বহুদূরে
শৈশবের স্মৃতির আড়ালে
যেখানে এখনো
রুপকথা খেলা করে ।