Top today
জীবনগাথা
(মাহফুজ সিদ্দিকী হিমেল ওরফে হিমালয়৭৭৭কে)
মাছরাঙাটা শকুনচোখে জলের দিকে চায়;
হরহামেশা টেংরা-পুঁটি সাবাড় করে যায়।
ফুলের সাথে প্রজাপতির হাজার রকম ভাব
জন্মজয়ের পথবেয়ে হয় ফলের আবির্ভাব !
সিক্ত হয়ে নদীর জলে আকাশজোড়া মাঠ
দখল করে সবুজ দিয়ে চোখের রাজ্যপাট !
দিকভোলা এক মেঘেরবাড়ি দেয় পাঠিয়ে ঝড়
কী এক কঠিন ভাঙারখেলা খেলছে নিরন্তর !
হিমেল রাতে জোছনামাখা শিশির ভেজায় সব
মেঠোসুরের ইন্দ্রজালে যায় জমে উৎসব !
লক্ষবছর ধরে জীবন এসব গানই গায়…..