Top today
স্রষ্টা
মনের গহীনে মন্দির তুমি
চুমো খাচ্ছি তাই,
তোমার তরে মাথা মুঢ়ে
পাপের ক্ষমা চাই ।
তুমি আমার দেব দেবতা
তুমি সব মূলে,
তোমার তরে এসেছি ভবে
চাইনা যেতে ভূলে ।
কোথায় তোমার স্বর্গ নরক
সে জানো তুমি ,
আমায় ফেলে শুন্যের মাঝে
করলে সৃজন ভূমি ।
সর্বস্রষ্টা তোমার নাম
তুমিই প্রভু মহান,
সৃষ্টি তোমার আসমান-জমিন
সৃষ্টি সারা জাহান ।
তোমার তরে মাথা মূঢ়ে
লাক্ষো মানব কাঁদে ,
তোমায় ভূলে দূরে সরে
পড়ছে তারা ফাঁদে ।