‘ছেলে – মেয়ে’ ঢাকায় থাকে
করছে পড়ালেখা /
খোঁজ খবরের তাগিদে তাই
করতে গেলাম দেখা ।
ঢাকায় গিয়েই খেলাম তখন
আচ্ছা মতোন ধরা/
আসব বাড়ি গাড়িতো নেই
বন্ধ নড়াচড়া ।
বিকল্প তাই রেলগাড়িতে
শেষ ভরসা বলে/
বিমান বন্দর স্টেশনটা
কষ্টে দেখা মেলে ।
—————————————–
বন্ধু জোটে স্টেশনে
‘সহিদুল ভাই চেয়ারম্যান’ /
টিকিট কাটা , চা-
সর্বশেষ ১০টি মন্তব্য