অদ্ভুত আঁধারে হারিয়ে যাচ্ছে চির চেনা পথ!
জোনাকির আলোয় যখন হারিয়ে যাওয়া পথ খুঁজি-
শকুনের থাবায় সেই আলোটুকুও নিবে যায়
তখনি দেখা হয় চিল আর শকুনের রাজত্ব।
রক্তমাখা ক্ষমতার হাত, লাল গালিচায় বরণ
ধর্ষিতারা রন্ধ্র তলে, ধর্ষকেরা নক্ষত্র হয়ে জ্বলে।
ক্ষয়ে যাওয়া শরীরের পচন থেকে রক্ত-পুচের
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য