জুন মাসের …তারিখ, সব বাবাদের জন্য,
আলগা করে দিন রেখেছি, ভাবছি না আর অন্য।
এই যে দেখো ফুলের তোড়া, এই যে দামি কেক,
আছে আরো শার্ট-পাজামা, সেন্ট-লোশনের প্যাক।
নিয়ে এলাম গেঞ্জি-রুমাল, নিউ মডেলের জুতো,
সঙ্গে আছে গামছা-লুঙ্গি, হান্ড্রেড পার্সেন্ট সুতো।
এখান-সেখান ঘুরছো কেনো, লক্ষ্মী ছেলে দাঁড়াও,
পরিয়ে
সর্বশেষ ১০টি মন্তব্য