ফুল ফোটে ফাল্গুনে
ফুল ফোটে জোছনায়
বনে বনে ফুল ফোটে
মনের তো দোষ নাই।
ধারাপাতে ফুল ফোটে
ফুল ফোটে রোদ্দুরে
নীলাকাশে ফুল ফোটে
কখনও সমুদ্দুরে।
ফুল ফোটে শুকতারা
ফুল ফোটে সুখ চাঁদ
নদীতেও ফুল ফোটে
হিসেবে আয়েশী বাঁধ।
ফুল ফোটে হাসি ছুঁয়ে
ফুল ফোটে কান্নায়
ঘরবাড়ি ভেঙে ফুল
ফুটে ওঠে বন্যায়।
ফুল ফোটে কুঁড়ি ঙেঙে
ফুল ফোটে
সর্বশেষ ১০টি মন্তব্য