I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য
এই লেখাটি ইতিমধ্যে 984বার পড়া হয়েছে।
I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য
আমি আজ কাল প্রায় সকলকে এস এম এস করলে শেষে লিখি LOVE U, LOVE U MAMA, LOVE U DOST, LOVE U JAN( MAHIN, RONI), LOVE U DADA(আমার ভাই দের)আর দেখলাম আসলে এটি বেশ কাজের।
এই বিশেষ কাজটি আমি শিখেছি আমার এক দুলাভাই এর কাছে। দুলাভাই তার বস কে ফোন দিয়েয় সালাম দিয়ে বলে I LOVE U SIR.
এখন আমি আমার ভাতিজি দের সঙ্গে কথা বললেই( একটা ১০ বছর, আর একটা ৫ বছর) শুরু করি I LOVE U MA. শেষও করি এই দিয়ে। ভাগনাদের জাস্ট বলি LOVE U MAMA. কিন্তু বাবা মা দের কখনো বলা হয় নি মুখে। তবে সাহস নিয়ে কোন একদিন বলে ফেলব।
ও আর একটা বিষয় এটি অবশ্য অনেক দিনের অভ্যাস সকলকে মোবাইলে সালাম দিয়ে শুরু করা।
>> আসুন না আজ হতে প্রিয় জন, বন্ধু, ভাই, বাবা, মা দের সঙ্গে LOVE U বলে শুরু করতে না পারলেও সালাম দিয়ে তো শুরু করা যায়।
>> I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য আমরা বরাদ্দ করব। এটি সবার, এটি সকলকে বলার, সবার পাওনা।
সবশেষে I LOEV YOU( ALL BLOGAR)।
কি একটি বারও বল বে না
বল বে না মোরে
বল বে না ভাল বাসি।
৯৬৩ বার পড়া হয়েছে
I LOVE YOU বলতে কোন দোষ নেই, তবে কথায় কথায় বলে ফেললে বুঝতে হবে এটা মুদ্রাদোষ।
হুম ,ধন্যবাদ
আই লাভ ইউ বললাম। আমি আপনার মতো আই লাখ ইউ সংরক্ষণশীলদের জন্য না রেখে ছড়িয়ে দিতে চাই সবার মাঝে।
একমত ,ধন্যবাদ
হা হা হা লাভ ইউ ভাইয়া
I LOVE YOU api