Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য

লিখেছেন: গোলাম মাওলা আকাশ | তারিখ: ১৩/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 984বার পড়া হয়েছে।

I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য

আমি আজ কাল প্রায় সকলকে এস এম এস করলে শেষে লিখি LOVE U, LOVE U MAMA, LOVE U DOST, LOVE U JAN( MAHIN, RONI), LOVE U DADA(আমার ভাই দের)আর দেখলাম আসলে এটি বেশ কাজের।

এই বিশেষ কাজটি আমি শিখেছি আমার এক দুলাভাই এর কাছে। দুলাভাই তার বস কে ফোন দিয়েয় সালাম দিয়ে বলে I LOVE U SIR.

এখন আমি আমার ভাতিজি দের সঙ্গে কথা বললেই( একটা ১০ বছর, আর একটা ৫ বছর) শুরু করি I LOVE U MA. শেষও করি এই দিয়ে। ভাগনাদের জাস্ট বলি LOVE U MAMA. কিন্তু বাবা মা দের কখনো বলা হয় নি মুখে। তবে সাহস নিয়ে কোন একদিন বলে ফেলব।

ও আর একটা বিষয় এটি অবশ্য অনেক দিনের অভ্যাস সকলকে মোবাইলে সালাম দিয়ে শুরু করা।

>> আসুন না আজ হতে প্রিয় জন, বন্ধু, ভাই, বাবা, মা দের সঙ্গে LOVE U বলে শুরু করতে না পারলেও সালাম দিয়ে তো শুরু করা যায়।

>> I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য আমরা বরাদ্দ করব। এটি সবার, এটি সকলকে বলার, সবার পাওনা।

সবশেষে I LOEV YOU( ALL BLOGAR)।

কি একটি বারও বল বে না

বল বে না মোরে

বল বে না ভাল বাসি।

৯৬৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ।
সর্বমোট পোস্ট: ১৩৩ টি
সর্বমোট মন্তব্য: ৯৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২২ ১৬:৩০:৪৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    I LOVE YOU বলতে কোন দোষ নেই, তবে কথায় কথায় বলে ফেললে বুঝতে হবে এটা মুদ্রাদোষ।

  2. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    আই লাভ ইউ বললাম। আমি আপনার মতো আই লাখ ইউ সংরক্ষণশীলদের জন্য না রেখে ছড়িয়ে দিতে চাই সবার মাঝে।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হা হা হা লাভ ইউ ভাইয়া

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top