messageবাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস
এই লেখাটি ইতিমধ্যে 1795বার পড়া হয়েছে।
ইইংরেজি ট্রিলজি এর বাংলা ত্রয়ী। সাধারণত সিরিজ লিখার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। কোন লিখার তিনটি সিরিজ বা লিখার তিনটি পাঠ থাকলে তাকে ট্রিলজি বা ত্রয়ী বলা হয়।
বাংলা উপন্যাস এর ক্ষেত্রে এই শব্দটি খুব পরিচিত না হলেও খুব নতুনও নহে। ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস এর ক্ষেত্রে খুব বেশি উধাহরন না থাকলেও খুব কমও আছে তাও আবার না।
ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস এর ক্ষেত্রে খুব ভাল উধাহরন —সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ সিরিজ।
>এ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়,প্রথম আলো,পূর্ব-পশ্চিমকে টাইম ট্রিলজি হিসেবা খুব বিখ্যাত।
>গজেন্দ্রকুমার মিত্রের কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ ফাগুনের পালা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।
>প্রফুল্ল রায় এর কেয়াপাতার নৌকা’ (২০০৩), শতধারায় বয়ে যায় (২০০৮) ও উত্তাল সময়ের ইতিকথা(২০১৪)
>জন অরন্য – সীমাবদ্ধ- আশা আকাঙ্ক্ষা — শংকর এর বিখ্যাত ট্রিলজি।
>স্থানিয় সংবাদ – সুবন সুযোগ — বোধদয়– শংকর এর আর একটি বিখ্যাত ট্রিলজি।
>এ ছাড়া বিমল মিত্র লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি — কড়ি দিয়ে কিনলাম – সাহেব বিবি গোলাম ও একক দশক শতক
> ইমদাদুল হক মিলন এর নূর জাহান আর একটি বিখ্যাত ট্রিলজি।
>শওকত আলীর দক্ষিনায়নের দিন–কুলায় কালস্রোত– পূর্বরাত্রি পূর্বদিন আর একটি বিখ্যাত ত্রয়ী।
>আধুনিক কালে শরীফুল হাসান এর সাম্ভালা সিরিজ খুব সাড়া ফেলেছে।
>হুমায়ুন আহমেদের ‘মধ্যাহ্ন’, ‘মাতাল হাওয়া’ এবং ‘জোৎস্ন্যা ও জননীর গল্প’।
>অপু ট্রিলজি”“পথের পাঁচালি”, “অপরাজিত”, “অপুর সংসার”
**আমার জানা মতে হুমায়ুন আহমেদ-এর মধ্যাহ্ন-মাতাল হাওয়া-জোছনা ও জননীর গল্প এই ৩টি কেও ত্রয়ী উপন্যাস হিসেবে ধরা হয়। এগুলোর একটি সংকলনও আছে “সেই সময়” নামে।
**তাহলে কালবেলা ও টেট্রালজি। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষলকাল
১,৭৩৩ বার পড়া হয়েছে
শেয়ারের জন্য ধন্যবাদ