ছয়টি ছেলে দুইটি মেয়ে তার
ছিল না সে অতি দরিদ্র,
গ্রাম্য ডাক্তার হিসাবে বেশ নাম ডাক
পেশাটাও তো ছিল অতি ভদ্র।
কিন্তু মানুষ করতে পারেনি
সে তার আটটি সন্তান,
এলোমেলো আর তছনছ হয়
তাদের সাজানো উদ্যান।
এসবের পিছনে কারন ছিল একটাই
সবই ছিল ঠিক, শুধু ঠিক ছিল না তার