কি ব্যাপার শেফালী
তুমি কি ভয় পেলে আমার কবিতা পেয়ে ,
তোমার পথো চেয়ে পেলামনা দেখা
সেই যে গেলে কবিতা নিয়ে ।
আমি অপেক্ষায় ছিলাম অনেক দিন
শুধু তোমার হাতে কবিতা গুলো দেবো বলে,
আমি তোমার হাতে দিতে পেরেছি তাতেই ধন্য
বলিনি তোমায় তুমি চলে যাও দু-চোখের
আর ঘুমিয়ে থেকোনা
আরমোড়া দিয়ে জেগে উঠো
দ্যাখো, চারিদিকে কেমন জলমলে সুর্যস্নাত সকাল
সবেতো ওরা জেগে উঠছে
ওইযে দ্যাখো, কৃষকেরা মাঠে ঘাটে
কৃষাণীরা হলুদ বাটে
উঠছে সবাই জেগে।
বসন্তের পাথীরা
হেমন্তে ডাকছে
দুঃসাহসী পাখিদের কন্ঠে
বেজে উঠছে নতুন সুর্যের গান
কোকিলের কন্ঠনালী দিয়ে
রক্তের প্রবাহ বেড়েই চলছে
ওরাও জেগে উঠছে ক্ষণে ক্ষণে।
আর ঘুমিয়ে
ভালবাসা যেন, মনের লুকানো কিছু অনুভূতি,
ক্রমাগত পরম ভালোলাগার প্রসারণ,
কিংবা কিছুটা সময়ের একান্ত বোধ।
ঘড়ির কাটার টিক টিক শব্দ করা,
আর হিমেল হাওয়ায় বয়ে চলা,
এ যেন হৃদয়ের অনন্ত অর্চি।
মুখের হাসিটাকে আচ্ছাদিত করে,
ভেঙ্গে যাওয়ার ভয়ের আশঙ্কায়,
সে এক যন্ত্রণা প্রকাশের ধ্বনি।
ভালবাসা যেন, মনের অনুভূতিতে কিছু