সে অনেক অনেক দিন আগের কথা।এক দেশে এক রাজা ছিল।রাজার ছিল পাঁচ বউ।বড় বউ মোহিতা।এরপর যথাক্রমে চন্দ্রা,নন্দিতা,নন্দিনী,মোহিনী।রাজা তাদের ডাকল।পাঁচ বউ রাজার সামনে এসে বসে।
-সংসার আর ভাল লাগছে না।রাজ্য তোমরাই চালাতে পারবে।আমি বনে চলে যাব।ঈশ্বর সাধনা করব।জীবনের অনেকটা দিন তো ভোগেই
অতীত বর্তমান ভবিষ্যত
বলা যদি হয়
নাও বেছে সময়
সকাল এর মধুর সময়টা
এখন হয়ে গেছে অতীত
ভাবছি যে কি হবে
কালকে
অথবা পরশু তরশূ
অদুর ভবিষ্যতে ।
আরাধনার ধন
কোন সময়টা?
গুরুত্বপূর্ন ?
এই যে বসেছি
লিখতে অথবা করছি
শেয়ার আপন ভাবনা
বা করছি যে কাজ
বর্তমান ।
চলি বর্তমানে
শিক্ষা নিয়ে
অতীত থেকে
ভবিষ্যতের প্রেরনায়।
তবে আজ বলি
বর্তমানে চলি
বর্তমান
খুব আঁধার চারপাশ
ভেজা ময়লাগুলোর ওপর শুকুরের পায়ের ছাপ,
সবচেয়ে বড় গাছটিও বুঝি উপড়ে পড়বে।
শকুনের স্পর্শ আজ তোমার ঊরুতে
অপ্রিয় শব্দগুলো বারবার বাজছে আমার কানে
আর সব ব্যাথারা দেয়াল হয়ে কাঁপছে আমার মনে।
কত অশ্রু ঝরেছে দু’নয়নে
কাহারে তাহা বলি?
হৃদয় কুঠিরে অগ্নি চোষনে
বিরহ যাতনায় জ্বলি।
আপন সীমানায় বন্দি হয়ে
নিরবে দুঃখ বিলাস।
আপন মৃত্তিকায় গর্ত খুঁড়ে
করেছি আত্ম তালাশ।
কত নিশিথে নিশ্চুপ ধ্যানে
পড়েছি মনের পাতা।
লাল কালির চরম চুম্বনে
বেদনার গল্প গাঁথা।
কাউকে আজও হয়নি বলা
মুখবন্ধ সেই ডায়রী।
মলাটের গায়ে সময়ের ধুলা
রঙ বদলে