উন্মাতাল
আজ সারাটা দিন বৃষ্টি হবে
সারাটা রাত জোৎস্না রবে।
এমন দিনে তুমি আমার
নাইবা হলে
এমন রাতে আমি ছাদে একা
নাইবা এলে।
সব সময়ই তোমায় ভাবি
মানসপটে তোমারই ছবি।
তুমি তোমার চাঞ্চল্য আর
মিথ্যে যশের বশে;
অপমানের চাবুক তুলে
মারলে আমায় কষে।
এত কিছুর ছিল কি কোন প্রয়োজন
কেন করলে এত কিছুর আয়োজন?
ঘটা