দুঃখ বেড়ে চলেছে বেশ দ্রুত গতিতে
সুখ হারিয়েছে অনেক আগেই
নির্মল হাসি যেন বেশ দুর্লভ আজ।
সারাদিনের ক্লান্তি আর অবসন্নতায়
ভেঙ্গে পড়েছে মানুষের উপভোগ্য জীবন,
শুধু ছুটোছুটি আর ছুটোছুটি
কারও দিকে চেয়ে থমকে দাড়ানোর মত বিন্দুমাত্র সময় নেই;
মানুষগুলো এক একটা যন্ত্র হয়ে পড়েছে
যন্ত্র আর মানুষ মিলেমিশে
Top today
কবিতা
খুঁজে পাওয়া মন
-কে,এইচ,মাহাবুব
***********************
মানুষকে ভালবাসা কঠিন
কঠিন মানুষের মনকে ভালবাসা
কোন মানুষকে ভাল লাগলে
ভালবাসতে পারলেই…
তাঁর সুন্দর মনকে ভালবাসা যায়না ,
মন যে বিধাতার হাতে সৃষ্টি
মানুষের শ্রেষ্টতম বস্তু
আর সেই শ্রেষ্টতম বস্তুকে
বিধাতা এমন জায়গায় রেখেছেন
মনের মানুষ না হলে পাওয়া যায় না ।
নিজের মনকে খুঁজিনি আমি
খুঁজেছি অন্যের