অচেনা ছড়া চেনা সুরে
১ আটি আটি ছড়া
হাটি হাটি পড়ি
চলন্তিকার কি হল
আমি ভেবে মরি।
২ হই হই
রই রই
সম্পাদক মহাশয়
গেলেন কই।
৩ আমরা সবাই ব্লগার
সবাই লেখক
আমাকে দেখে ওদের একজনের
স্পষ্ট ঔত্সুক্য জিজ্ঞাসন।
বিনীত ভঙ্গিতে নয়-
অনেকটা নিদারুন কর্কশ কন্ঠে। আমি
কোনো এক পূর্নিমা রজনীতে
চন্দ্রপৃষ্ঠে,
কোনো এক মৌলানার প্রতিচ্ছবি অবলোকন করেছি কিনা?
সেদিন ওদের ওরাংওটাং নৃত্য
রুষ্ট,ক্রুদ্ধ হয়ে তীর নিক্ষেপ করেছিল আমার বুকে
আমার তীব্র বিশ্বাসের উপর।
উচ্চারিত অবৈজ্ঞানিক প্রলাপে চুর্ণ-বিচুর্ণ করে
ওরা আমাকে
আমার বিশ্বাসকে আঘাত
চেনা ছড়া
(২১)
অফিস-স্কুলে যাওয়া যেন
সকাল বেলার যুদ্ধ,
গাড়ির সারি পথকে রাখে
জ্যামে অবরুদ্ধ।
(২৪)
আঁধার কালো, কয়লা কালো,
কালো গাছের কোকিল,
“টাকাও কালো,” বললো কালো
পোশাক পরা উকিল।
(২৩)
কতই পরিকল্পনা হয়
তারপরে সব বন্ধ,
সেসব বাস্তবায়ন করার
থাকে না নামগন্ধ।
(২৪)
খুকু শুধায়, “কাঁদছো কেন
বকলো তোমায় কে আজ?”
একটু হেসে মায়ের জবাব,
“কাটছি আমি পেঁয়াজ।”
মনিরুল হাসান,
ফ্লোরিডা,