বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে , শুনতে ভালোই লাগে । আমরাও উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে স্বাস্হ্যসেবায় বেশ অনেকদূর এগিয়ে গেছি । তবে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে যতটা না এগিয়েছি তারচেয়ে ঢের বেশী এগিয়ে গেছি গতকাল ( ১২.১২.২০১৩) ।
কি চায়
একজন সাধারন মানুষ দেশের কাছে,
দেশের রাজনীতিকদের কাছে…
বস্তা বস্তা টাকা, বিলাসী বাড়ি…?
না না নাহ্ এগুলো কিছুই না
চাওয়া শুধু এতটকুই
শান্তিতে পথ চলা
হাজার পরিশ্রমে ঘামের পর
একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলা ।
কি চায়,
কতটুকুই বা চায়
একজন সাধারন মানুষ
দেশের রাজনীতিকদের কাছে…
অথবা উচ্চ মাথাওয়ালা ব্যক্তিদের কাছে….
এত্তবড় একটা
কবিতা
ভাবনা হয়
-কে,এইচ,মাহাবুব
***************************
কারো দিকে তাকাতে নেই
তবে ভালো লাগবে তারে ,
ভাবতে নেই সরল মনে
মরবে হৃদয় ভাবনার ভাঁড়ে ।
না ভাবলেও ভাবতে হবে
তাঁকে নিয়ে শতবার,
রাতের বেলায় স্বপ্ন হয়ে
চোখে ভাসবে বারবার ।
সকালের ভাবনা হবে
যদি স্বপ্ন থাকে মনে,
কাজের ফাঁকে ভাববে তাই
একাকী নীরব নির্জনে ।
কভু যদি আসে