যাত্রার আয়োজন
_______________
দুপুর গড়িয়েছে কখন,
আজও গুছোনো হয়নি যাত্রার আয়োজন ।
ভোর হয়েছিল সে ই কবে,
প্রথম দেখেছিনু যেদিন আলো পৃথিবীর,
যাত্রা শুরু সে থেকে ই ।
বড় ই সহিষ্ণু গাড়োয়ান, তাড়া দিচ্ছেনা মোটেই ।
যাত্রা যেন ছকে বাঁধা,
যেখানে যতটুকু দাঁড়ানোর কথা, ঠিক ততটুকুই ।
নৌ পথে যাত্রা