বলতে পারো তোমায় আমি
কখন মোবাইলে কল দেবো ?
ভীষণ ভালবাসি তোমায়
ক্ষতি কি তোমার আমি মেনে নেবো ।
আজ ব্যস্ত কাজে কাল ব্যস্ত কাজে
সময় যে তোমার হয়না ,
একটু সুখের অভাব আমার
তোমাদের তা- সয়না ।
তুমি জানো সুভাতী… আমাকে
কতো কষ্টে কাটে দিন এবং রাত ,
তুমি
মনের মাধুরী মিশিয়ে
তোমাকে দেখেছি কত
তোমার চোখে
হাজারো স্বপ্ন শত
বার বার হারিয়েছি
নীল চোখে অবিরত
পরিবর্তিত তোমাকে
দেখতে পাইনি কখনও
চোখের আড়াল হলেও
মনের আড়াল নয়ত….
তুমি আমার প্রিয়তম ।
ঠান্ডা পানিতে দাঁত শিরশির
তোমার ব্যস্ততম দৌড়াদৌড়ি,
ভাপা পিঠা খাওয়ার সময়
হাতের আঙ্গুলে এক চিলতে
গরমে হাত মুখে ঠেসে ধরা
দেখেছি তোমার চোখে
জল ভরা……
আমার