দুর্বলের ফরিয়াদ
______________
টুনা টুনী পাখি বলে , আমি কেন ছোট,
আমার বাসায় এসে সবাই, আমায় বলে ফোটো ।
হট টিটি টি পাখি বলে, দুর্বল কেন আমি,
অত্যাচারী রুখার শক্তি, দাওনা অন্তর্জামী ।
খাবার খুঁজে আনি আমি,কেড়ে নেয় তা বাজে,
তোমার দুনিয়ায় এ অন্যায়, তুমিই বলো সাজে