বেশ অনেকদিন কেটে গেল
তবু আমার আমিকে মেলে ধরতে পারলাম না,
নিজেকে আটকে ফেলেছি সীমাহীন জালে
জালের প্রতিটি ছিদ্র দিয়ে বের হওয়ার আমার অন্তহীন প্রচেষ্টা;
শুভ্র ভাল চেহারার মানুষটার ভিতর
আমার আসল রূপটি অচেতন রয়ে গেল সবার কাছে,
আমার আমি আর সবার ভাবনা-
যেনো এক সমুদ্র ডিফারেন্স।
Top today
কত আর?
পাহাড়সম ভার।
হাঁটুতে ধরেছে ঘুণ।
উৎসাহের বয়স নহে আর তরুণ।
বাঁধের নিচ হয়েছে ফাঁপা খোলস।
সামর্থ্যের গায়ে অনিচ্ছায় ভরা অলস।
ধস নামার গুছানো আয়োজন।
ভাঙ্গনের সাজানো উপকরণ।
ছায়াহীন কালো তিথি।
আলকাতরার লেপন দেয়া তকদীর বিধি।
নীতিবাণী সবি নিষ্ফলা।
ফাঁপা শূন্য গোলা।
নিরস হাহাকার।
অশ্রু বেকার।
কাঁপে না আরশ।
জিদের খুঁটি সরস।
এ যেন দুষ্ট